জামালপুর

জামালপুরে শতাধিক তালগাছের চারা রোপন

শফিকুল ইসলাম,জামালপুর:  প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জামালপুরে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টম্বর) দুপুরে শহরের পাথালিয়া এলাকায় রহিম ফাউন্ডেশন ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ এই কর্মসুচির আয়োজন করে।

চারা রোপন কর্মসুচির আলোচনা সভায় রহিম ফাউন্ডেশনের পরিচালক সামা জামিলা রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও জামালপুর সদর থানার এসআই শাহীন, জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী মোহাম্মদ রাসেল, এসকে রাসেল, দিদারুল ইসলাম, হিমেল, সাদিক, বিদ্যুৎ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, একসময় প্রতিটি অঞ্চলে অনেক তালগাছ দেখা যেত। কিন্তু এখন তালগাছের সংখ্যা অনেক কম। এ কারণে প্রতি বছর অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে মারা যায়। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় কৃষক যারা মাঠে কাজ করে। তালগাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে যেমন কার্যকর ভুমিকা রাখে, তেমনি প্রকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পরিবেশ সুরক্ষায় অন্যান্য গাছের পাশাপাশি তালগাছ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে পাথালিয়া এলাকার আব্দুর রহিম চত্ত্বর থেকে কম্পপুর পর্যন্ত ও বিলপাড়ে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়।

Related Articles

Back to top button