মাদারগঞ্জ

প্রতিমা তৈরিতে ব্যস্ত মাদারগঞ্জের প্রতিমা শিল্পীরা

এম আর সাইফুল, মাদারগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ইতোমধ্যে মাদারগঞ্জে শুরু হয়েছে পূজার আমেজ। দেবী দূর্গার প্রতিমা গড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার প্রতিমাশিল্পীরা। পূজা ঘনিয়ে আসায় ব্যস্ততাও বেড়েছে বহুগুণ।

দিন-রাত চলছে প্রতিমা নির্মাণ। শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দূর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা। ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে রঙ ও সাজসজ্জার প্রস্তুতি।

মণ্ডপে সাজসজ্জার কাজও পুরোদমে। উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে—প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে প্রতিমা। কাদামাটি, খড়, বাঁশ ও সুতলির সমন্বয়ে তৈরি প্রতিমা গুলো এখন রঙতুলির আঁচড়ে ফুটে উঠছে নাক-চোখ-মুখের অবয়ব। পাশাপাশি আলোকসজ্জা ও মণ্ডপ সাজানোর কাজও চলছে।

প্রতিমাশিল্পী সুশীল কুমার পাল বলেন- “মূর্তি তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে। পূজা শুরুর আর কয়েকদিন বাকি। দিন-রাত কাজ করেও দম ফেলার সময় নেই। এর মধ্যেই সব প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী জানান- “এবারও মাদারগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হবে। উপজেলার ২৭টি মণ্ডপে দেবীর আরাধনা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন- “অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ জানান- “পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। সার্বক্ষণিক পুলিশের কয়েকটি টহল দল ও আনসার সদস্য মোতায়েন থাকবে।”

Related Articles

Back to top button