শওকত হাসানের আর্থিক সহায়তায় আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী শওকত হাসান মিয়ার আর্থিক সহায়তায় পৌরসভার ২নং ওয়ার্ড কমিটির সভাপতি শাহ রঞ্জু ফকিরের সহধর্মিণী আঞ্জুমান বেগমের থাইরয়েডেকটমি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ঢাকার পিপলস কেয়ার হাসপাতালে শওকত হাসান মিয়ার নিজস্ব অর্থায়নে এ অপারেশন সম্পন্ন করা হয়।
অপারেশনটি সম্পাদন করেন সার্জন ডা. ইউসুফ আলী।
ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিয়া বলেন- আঞ্জুমান বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার এই জটিল রোগের অপারেশনের সম্পূর্ণ ব্যয় আমরা উন্নয়ন কমিটির উদ্যোগে নিজস্ব অর্থায়নে বহন করেছি। পিছিয়ে পড়া ইসলামপুরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এ সময় ইসলামপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।