নরুন্দি বাজারের বিষমুক্ত টাটকা ফসলে কৃষকের সাফল্য
জাহাঈীর আলম,জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে প্রতিদিন সকালবেলা বসে এক বিশেষ ধরনের সবজি হাট। যেখানে কৃষকেরা সরাসরি মাঠ থেকে আনা টাটকা ও বিষমুক্ত কাঁচা সবজি বিক্রি করেন। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলে উৎপাদিত এসব সবজিতে কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না, যার ফলে এগুলো স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।
প্রতিদিন সকালে এই হাটে ভিড় করেন স্থানীয় ও আশপাশের গ্রামের ক্রেতারা।
তারা জানান-বাজারে আসা সবজি গুলো একেবারেই টাটকা এবং এর স্বাদ অন যেকোনো বাজারের সবজির চেয়ে আলাদা।
স্থানীয় কৃষকরা জানান- ব্রহ্মপুত্র নদীর পলিমাটি এবং প্রাকৃতিক সেচের কারণে এখানকার ফসলে সার প্রয়োগের প্রয়োজন খুব কম পড়ে।
নরুন্দি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন-“আমরা এখন আর বিষাক্ত কীটনাশক ব্যবহার করি না। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ক্রেতারা ভালো দামে কিনছেন, আমরাও লাভবান হচ্ছি।”
স্থানীয় একজন নারী ক্রেতা জানান-“এই বাজারের সবজিগুলো যেমন টাটকা, তেমনি খেতেও সুস্বাদু। আমি এখন এখান থেকেই নিয়মিত সবজি কিনি।”
বাজার ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিরা জানান- প্রতিদিন ভোর থেকেই কৃষকেরা জমি থেকে সবজি তুলে সরাসরি বাজারে নিয়ে আসেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই, ফলে কৃষকেরা ন্যায্যমূল্য পান, এবং ক্রেতারাও পান সুলভে বিষমুক্ত সবজি।
নরুন্দি বাজার এখন এক ধরনের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। যেখানে কৃষক, প্রকৃতি এবং ভোক্তা—তিন পক্ষই লাভবান। এই বাজারে নিয়মিত সবজির মধ্যে রয়েছে লাউ, মুলা, পালংশাক, ঢেঁড়স, কুমড়ো, শিমসহ প্রায় সব ধরনের মৌসুমি ফসল।
পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত কৃষিচর্চার এই উদাহরণ যদি সারাদেশে ছড়িয়ে পড়ে, তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে এটি হতে পারে এক বড় অগ্রগতি।