ঘরের ধরনায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মামুন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছয় মাসের দাম্পত্য জীবনের কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মো. ফেরদৌস আলমের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়- মামুন আজ সকালে সবার অজান্তে তার নিজ বাড়ির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। বাজার থেকে ফিরে এসে মামুনের বাবা মো. ফেরদৌস আলম ছেলের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন, ঘরের ধরনার সাথে ওড়না পেঁচানো অবস্থায় মামুন ঝুলছেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত দরজা ভেঙে মামুনের মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ভিকটিম মামুন তাঁর ছয় মাসের বিবাহিত জীবনের পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’