ইসলামপুর

মানবিক সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির একটি মানবিক সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) রাত ৯টায় পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর উপজেলার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করার উদ্যোগ নেয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চাল, আটা, তেল, ডাল, লবণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

শাহজালাল বলেন- এই মানবিক উদ্যোগ বাধাগ্রস্ত করার চক্রান্ত চালানো হচ্ছে স্থানীয় কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল দ্বারা। তারা শুধুমাত্র কার্যক্রমে ব্যাঘাতই ঘটাচ্ছে না, আমাদের দলে কর্মরত নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেখানে থেকে পণ্য সংগ্রহ করেছি সেখানকার ব্যবসায়ীদের ওপরও হুমকি ও লুটপাটের চেষ্টা করেছে।

তিনি অভিযোগ করেন, ব্যক্তিগতভাবে কমিটির সভাপতিকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে।

শাহজালাল সরকার আরও বলেন- তারা ধানের শীষকে উন্নয়নের প্রতীক হিসেবে ধরে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন এবং কোন ভয়-ভিত্তি, হুমকি বা লুটপাট তাদের সেবা গ্রহণে বাধা দিতে পারবে না।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়ে বলেন, যারা এই কার্যক্রমে বাধা তৈরি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কমিটির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি তিনি ইসলামপুরবাসীর কাছে অনুরোধ করেন, সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করে এলাকার উন্নয়নে সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ যাচাইয়ের জন্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button