৫ মাসের জন্য স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নবগঠিত ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ৫ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য সচিব মোঃ মাজেদুল ইসলাম বাদল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়-বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক ২৫ অক্টোবর ২০২৫ থেকে আগামী ২৫ শে মার্চ ২০২৬ পর্যন্ত ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন জানান- দলীয় সিদ্ধান্তে ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ৫ মাসের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।




