জামালপুরপ্রধান খবর

কাভার্ড ভ্যান চাপায় নিহত বেড়ে ৫

মো: শাওন মোল্লা,জামালপুর: জামালপুর সদরে আদর্শ বটতলা এলাকার সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাড়িয়েছে। এই দূর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো শিশুসহ ৩জন।

সবশেষ সন্ধ্যায় ইজিবাইকের চালক জাহাঙ্গীর আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ সফিকুল ইসলাম।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই এলাকার অর্থনৈতিক অঞ্চলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

বাকি নিহতরা হলেন- সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সানাকুর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া ও একই ইউনিয়নের উচ্চগ্রাম এলাকার শরিফ আহাম্মেদের স্ত্রী আরিফা খাতুন পলি এবং অজ্ঞাত একজন নারী।

আহতরা হলেন- সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর এলাকার চানু মিয়ার স্ত্রী সন্ধ্যা বেগম (৫০), দিগপাইত এলাকার বাদশা মিয়ার মেয়ে ফারজানা বেগম (২২) ও সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামের শরিফ আহাম্মেদের ছেলে আরশ (৫)।

আহত শিশু আরশ এই ঘটনায় নিহত আরিফা খাতুন পলির ছেলে বলে জানা গেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান-জামালপুর থেকে দিগপাইত গামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো -ট ১২-৩৪৭৬) অর্থনৈতিক অঞ্চলের সামনে আসলে অপর দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থনলেই মারা যান রাশেদ মিয়া। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোঃ মাহফুজুর রহমান জানান- হাসপাতালে আনার পর চাঁন মিয়া ও আরিফা খাতুন পলিকে মৃত ঘোষনা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন অজ্ঞাত নারী। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার। আর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button