জামালপুর

নয় ঘণ্টার মধ্যেই অপহৃত নারী উদ্ধার

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর থানা পুলিশের অভিযানে মাত্র নয় ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে এক অপহৃত নারীকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুলিশ ভিকটিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

আর এই অপহরণ মামলার বাদী জামালপুর সদর উপজেলার নান্দিনা বড় মসজিদ রোডের মৃত ছাদ্দাম হোসেনের সন্তান মোঃ চাঁন মিয়া (৫৫)।

পুলিশ জানায়- বাদীর মেয়ে মোছাঃ বন্যা খাতুন (২৬)-কে পূর্বপরিকল্পিতভাবে মোঃ আবু বক্কার সিদ্দিক (৩৫) ও তাঁর সহযোগীরা জোরপূর্বক একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে দ্রুত অভিযান শুরু হয়। অপহরণের প্রায় নয় ঘণ্টার মাথায় সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে ভিকটিমকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ভাইরাল হয়।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) জনাব সৈয়দ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ওসি মোঃ নাজমুস সাকিব ও তাঁর টিম যে দ্রুততা ও সক্ষমতার সঙ্গে ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button