জামালপুর

ডিবির অভিযানে পৃথক দুই মামলার আসামী গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অভিযানে পৃথক দুটি গুরুত্বপূর্ণ মামলার দুই পলাতক আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২)-কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একই দিন দুপুরে আরেক অভিযানে ইসলামপুর থানার একটি হত্যা মামলার ৪নং আসামি মোঃ নরুজ্জামাল (৩৮)-কে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন- “জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একদিনে দুই মামলার আসামি গ্রেফতার আমাদের দক্ষতা ও অঙ্গীকারের প্রমাণ।”

Related Articles

Back to top button