বকশীগঞ্জ

ভাই ভাই ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: এক চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এসএস ডিজিটাল প্রিন্টার্স কতৃক আয়োজিত চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ভাই ভাই ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে বকশীগঞ্জ টাইগার একাদশ।

মঙ্গলবার বিকাল ৪টায় নূর মোহাম্মদ উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে ফাইনাল খেলা‌টি দেখতে হাজারো দর্শক ভিড় করেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণে জমে ওঠা এই খেলায় দুই দলই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত, বকশীগঞ্জ টাইগার একাদশ ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

টুর্নামেন্টের আয়োজক এসএস ডি‌জিটাল প্রিন্টার্স এর মা‌লিক তান‌জির আহা‌ম্মেদ সুজন বলেন- “এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করা। দর্শকদের ব্যাপক সাড়া আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছে।”

বিজয়ী দলের অধিনায়ক, বকশীগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শা‌কের আহা‌ম্মেদ বলেন- “খুব কঠিন ম্যাচ ছিল। ভাই ভাই একাদশও দুর্দান্ত খেলেছে। তবে দলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই শিরোপা বকশীগঞ্জের সকল ফুটবলপ্রেমীকে উৎসর্গ করছি।”

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়, এবং বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো বকশীগঞ্জ টাইগার একাদশ দল।

Related Articles

Back to top button