সারাদেশ

সীমান্ত থেকে জাল টাকাসহ মেহেদী আটক

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

৮ নভেম্বর শনিবার রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক মেহেদীর কাছ থেকে উদ্ধার করা নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে, খালি চোখে আসল-নকল শনাক্ত করা কঠিন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button