জামালপুর

প্রবাসী পরিবারে জমি দখলের অভিযোগ

আদালতের নির্দেশ অমান্য করে সাইনবোর্ড

স্টাফ রিপোর্টার: জামালপুর পৌর এলাকার মৃধাপাড়া গ্রামের এক প্রবাসী পরিবারের জমি বেদখলের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় জামালপুর থানায় এবং আদালতে মামলা দায়ের পর কোন প্রতিকার পাওয়া যায়নি। গত ২৯ অক্টোবর আদালত সেই বিরোধপূর্ণ জমিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি র্কার্যবিধির ১৪৪ ধারা কেন গ্রহণ করা হবে মর্মে বিবাদীদের বিরুদ্ধে আগামী ২৪ নভেম্বর কারণ দর্শাতে বলা হয়েছে। আদালতের এই নির্দেশ উপেক্ষা করে গত ৬ নভেম্বর নিজেদের জমি দাবি করে ওয়ারিশনামার সাইনবোর্ড ঝুলিয়েছেন।

মামলার বাদি শাহানাজ খানম অভিযোগ করে বলেন-‘জামালপুর পৌর এলাকার মৃধাপাড়া আমার মাতার নিকট হতে দলিলমূলে প্রাপ্ত হয়ে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ভোগ দখল করে আসছি। তবে আমার ভাই বোনেরা দেশের বাইরে প্রবাসী জীবন যাপন করায় তাদের অংশের জমি আমি দেখা শোনা করছি। কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকার জালাল মুসকুরীর ছেলে মো: আজমির মুসকুরীসহ অঞ্জাত আরো ১০/১৫ জন অন্যায় ভাবে জমিটি বেদখলের পায়তারা করে আসছে।

শাহানাজ খানম আরো বলেন- গত ১৬ অক্টোবর সকাল ৮ টায় জমিতে প্রবেশ করে বেদখলের চেষ্টা করে প্রতিপক্ষরা। জমি দখলের খবর পেয়ে বাধা দিলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিটের চেষ্টা করে। তাদের হাত থেকে রক্ষা পেতে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে রক্ষা করে।এলাকার লোকজন আসায় তারা চলে যাবার সময় হুকমি দেয় যে কোন উপায়ে জমি দখল করে নিবে।

এই ঘটনায় জামালপুর সদর থানায় শাহানাজ খানম বাদি হয়ে অভিযোগ করেন। এরপর পুলিশ উভয় পক্ষকে ডেকে বিরোধপূর্ণ জমিতে কাজ না করার নির্দেশ দেন।

এরপর কাজ বন্ধ না করায় শাহানাজ খানম বাদি হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আজমির মুসকুরীসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

জমি জবর দখলের কারনে শান্তি ভঙ্গের আশংকায় কার্যবিধির ১৪৪ ধারা কেন আনা হবে না আগামী ২৪ নভেম্বর তার কারণ দর্শাতে বিবাদীদের নোটিশ প্রদান করেছে আদালত।

আদালতের কারণ দর্শানোর নোটিশের পর গত ১১ নভেম্বর আমিনা খাতুন বাদি হয়ে শাহানাজ খানমসহ ৬ জনকে আমামী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে শাহানাজ খানমসহ অন্য আসামীরা জোরপূর্বক জমি বেদখল করার চেষ্টা করছে।

শাহানাজ খানম বলেন-‘এই ঘটনায় থানা এবং আদালতে এবং আদালতের আশ্রয় নিয়েছি। তারা আদালত নির্দেশ অমান্য করে সাইনবোর্ড ঝুলিয়েছে।শুধু তাই না আমার বিরুদ্ধে উল্টো জমি দখলের মামলা দিয়েছে। আমি অসুস্থ মানুষ ঢাকায় বসবাস করি। আমাকে হয়রানী করতে এই মামলা দিয়েছে। তিনি সকল অন্যায়ের বিচার দাবি করেছেন।

এ ব্যাপারের আজমির মুসকুরীর মেবোইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Related Articles

Back to top button