ইসলামপুর

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার বেনুয়ারচর বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চরপুটিমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার। এছাড়াও বিএনপি নেতা জাকিউল  ইসলাম তিব্বত, কামরুল হুদা পালোয়ান স্ট্যালিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন- জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে সম্ভাব্য মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। একসময় বিএনপিতে ভাঙ্গন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি। এছাড়াও গত ১৭ বছরে আওয়ামী লীগের ১৪টি মামলার শিকার হয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। অপরদিকে সুলতান মাহমুদ বাবু’র নামে কোনো মামলা হয়নি। এতে বোঝা যায় যে- আওয়ামী লীগের সাথে যোগসাজোশ  ছিলো বাবু’র। তাই বাবু’র মনোনয়ন বাতিল করে আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে বাজার এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

Related Articles

Back to top button