ইসলামপুর পৌর মার্কেটে আগুন, একটি মুদি দোকান পুড়ে ছাই
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরের ধর্মকুড়া বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলামপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- রাত ২টার দিকে ধর্মকুড়া বাজার পৌর মার্কেটের সুজন স্টোরে নামের একটি মুদি দোকানে আগুন লাগে। দোকানটি তালাবদ্ধ থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন দোকান মালিক অসফুল বেগম।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন- রাত দুইটার দিকে উপজেলার পৌরসভা মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পানিবাহী গাড়িসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে ১টি মুদির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না।




