জাইকার প্রকল্প কাজের অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ফিরোজ শাহ, ইসলামপুর: জাপান বাংলাদেশ প্রকল্পে জাইকার অর্থায়নে ও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এর সহায়তায় জামালপুর ইসলামপুরে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজে গাফিলতি করছে সংশ্লিষ্ট ঠিকাদার। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া ও বরুল যমুনা বেষ্টিত একটি দূর্গম চর এলাকা। এই অঞ্চলের বাসিন্দারা প্রতিনিয়ত বাঁচার লড়াই করে প্রাকৃতির নানান দূর্যোগের সাথে। স্বাধীনতার এতো বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই অঞ্চলগুলোতে। ৩ কোটি ২৬ লক্ষ ১৭ হাজার ৩৩৮ টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে ও ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের এর সহায়তায়, এই এলাকায় শুরু হয় রাস্তা গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণ কাজ। কাজের দায়িত্ব পায়- আর,এম,টি,এন, এমডি নায়েব আলী খান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে শুরু থেকেই স্থানীয়দের অভিযোগ-নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে করা হচ্ছে নির্মাণকাজ। কাজের ধীরগতি সহ নানান অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এদিকে নিম্নমানের কাজ হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প কাজে নিয়জিত শ্রমিকরা। তারা বলছেন ঠিকাদার তার ইচ্ছে মতো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে। একটু বৃষ্টি বন্যা হলেই রাস্তার গাইড ওয়াল ধ্বসে পড়তে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান- কাজের মান সন্তোষজনক না, প্রকল্প পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। সঠিক মানের কাজ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।




