লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
এম আর সাইফুল, মাদারগঞ্জ: “দক্ষতা অর্জন করুন, বিদেশ গমন করুন”-এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পণ্ডিতপাড়া ব্র্যাক অফিস মোড় এলাকায় ফিতা কেটে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিজার, পৌর বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরীসহ নূর মোহাম্মদ, আনিছ আহমেদ ও আব্দুর রব বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- মাদারগঞ্জে এই প্রথম বেকার যুবকদের জন্য আধুনিক ও মানসম্মত কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হলো। লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যুবকরা উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ পাবে।
ট্রেনিং সেন্টারে স্টিল ফিটার, পাইপ ফিটার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল ওয়েল্ডিং, পাইপ ফ্যাব্রিকেটরসহ বিদেশগামী কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।




