বকশীগঞ্জ

জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মতিন রহমান,বকশীগঞ্জ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।

প্রার্থীর পক্ষে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরমটি গ্রহণ করে। এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আইনজীবী নাজমুল হক সাঈদী নির্বাচনী এলাকার মানুষের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে।’

নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের এই প্রার্থী বলেন-‘আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে যথাযথভাবে ফরম পূরণ করে আমরা তা জমা দেব। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও বিধি মেনে আমরা আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেব।’

এ সময় তিনি দেশ থেকে ঘুষ, দুর্নীতি ও অন্যায় দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Related Articles

Back to top button