জামালপুর থেকে ঢাকার পথে বিএনপি নেতাকর্মীদের ঢল
হৃদয় আহম্মেদ শাওন, জামালপুর: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় যাচ্ছেন জামালপুর জেলার ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
জামালপুর জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে বাস ও ট্রেনে করে ঢাকার ৩০০ ফিট এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন।
জানা যায়- আজ সোমবার রাত ১০টায় জামালপুর শহরের মাল গুদাম এলাকা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও আগামীকাল মঙ্গলবার ভোর ৫টায় জামালপুর রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন শেখ জানান- ২৫ ডিসেম্বর ভোর ৫টায় জামালপুর স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই দিন বিকেল ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবাগত রাত ২টায় জামালপুর পৌঁছাবে।
তিনি আরও জানান, বিশেষ ট্রেনটিতে মোট ১০টি কোচ রয়েছে এবং এতে ৫৩০টি আসন সংযুক্ত আছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা, যা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় ও ইতিহাসের সাক্ষী করে রাখতে দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন তারা। এই উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন-‘আমাদের দেশরত্ন তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে আসছেন এটা আমাদের অনেক আনন্দের। আমরা জামালপুরবাসী এটা ঈদের দিনের মতো পালন করছি। আমাদের এখান থেকে ২৫ টি বাস রাত ১০ টায় মাল গুদাম এলাকা থেকে ছেড়ে যাবেন। আবার অনুষ্ঠান শেষে এই বাসেই ফিরে আসবে সবাই।’




