জামালপুরে পৌর ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল, বিক্ষোভে বিস্ফোরন
স্টাফ রিপোর্টার: জামালপুরে নবগঠিত পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। বিক্ষোভ চলাকালে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার রাত ৮ টার দিকে শহরের গেইটপাড় এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা গেলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন- নবগঠিত পৌর ছাত্রদলের কমিটিতে ছাত্রত্ব নেই এমন ব্যাক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে।
বিক্ষোভে অংশ নেওয়া পদবঞ্চিত নেতারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।




