মতিন রহমান ও এম আর সাইফুল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এই মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করে দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালের পর দেশব্যাপী শোকের অংশ হিসেবে এই দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতে মরহুমার জান্নাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজেদ মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান উপজেলা বিএনপির সদস্য জাকির সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, জামালপুর জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকাশ, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাত সরকার, মাদারগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জামালপুর টেক্সটাইল কলেজ ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান, জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য আল-আমিন, জোরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন এবং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




