উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে শোকজ
মতিন রহমান, বকশীগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে জোবায়দুল ইসলাম শামীম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান- গত ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় জোবায়দুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। বর্তমানে ওই নারী ও তাঁর তিন বছরের শিশু সন্তান জোবায়দুলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জেলা ছাত্রদল এই কঠোর অবস্থান নিল।
এই বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন-“সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




