মাদারগঞ্জ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হামিদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ মোশাররফ।

Related Articles

Back to top button