জামালপুর

কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই পদত্যাগ 

স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্র শক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন ফিরোজ আহম্মেদ হীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে জাতীয় ছাত্র শক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলা শাখার ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আমিনুল ইহসান, সদস্য সচিব হিসেবে আহাদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ফিরোজ আহম্মেদ হীরার নাম ঘোষণা করা হয়। কমিটিতে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষর ছিল এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের সুপারিশে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি প্রকাশের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন ফিরোজ আহম্মেদ হীরা।

পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফিরোজ আহম্মেদ হীরা লেখেন- ‘তিনি মতাদর্শিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অথচ তাকে পূর্বে কিছু না জানিয়ে এবং তার কোনো ধরনের সম্মতি বা ক্লিয়ারেন্স না নিয়েই জাতীয় ছাত্র শক্তির জামালপুর জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই তিনি এই কমিটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে ঘোষণা দেন এবং সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তিনি সকল ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রয়েছেন।

এ বিষয়ে ফিরোজ রহমান হীরা সাংবাদিকদের বলেন- আমি এই কমিটির বিষয়ে কিছুই জানতাম না। হঠাৎ ফেসবুকে কমিটি দেখে বিস্মিত হই। আমাকে না জানিয়ে কমিটিতে নাম দেওয়ায় আমি সঙ্গে সঙ্গেই পদত্যাগ করেছি।

ফিরোজ রহমান হীরা ২০২৪ সালের আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার হন এবং ২১ দিন কারাভোগ করেন। পরবর্তীতে সরকার পতনের পর তিনি মুক্তি পান।

কমিটি ঘোষণার পরপরই এমন পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button