শ্বাসকষ্টে জেলা কারাগারে আসামীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: জামালপুর জেলা কারাগারে শীতজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ওই আসামীর মৃত্যু হয়।
মারা যাওয়া আসামীর নাম সুলতান শেখ। তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকায়। তিনি ওই এলাকার চটকু শেখের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, সুলতান শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও তাকে একাধিকবার জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে তীব্র শীতের কারণে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে দ্রুত তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন- দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




