রৌমারী-চর রাজিবপুর

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আওয়ামী লীগের দুই নেতা

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সকল পদপদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফুল মিয়া লিখিত বক্তব্যে জানান- ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনস্বার্থে ও এলাকার মানুষের উন্নয়নে ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। এমতাবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী এবং রাজনৈতিক সকল কর্মকান্ড থেকে পদত্যাগ করলাম। একই ঘোষণা দেন আরেক জন আওয়ামী লীগ সদস্য মোসলেম উদ্দিন।

সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button