মাদারগঞ্জপ্রধান খবর

৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়- বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ যথাযথ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যায়লটিতে প্রাক-প্রাথমিকে একজন শিক্ষার্থী উপস্থিত হলেও প্রথম ও দ্বিতীয় কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি।  দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে বিদ্যালয়টিতে ভর্তি রয়েছে ৬০ জন শিক্ষার্থী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন বলেন-‘মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।’

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন-‘বিদ্যালয়টি সরেজমিন পরির্দশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Articles

Back to top button