মাদারগঞ্জমেলান্দহ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুভ সিদ্দিকীকে কারণ দর্শানোর নোটিশ

এম আর সাইফুল,মাদারগঞ্জ: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামালপুরের বকশীগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন।

এতে আরও উল্লেখ করা হয়- নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অতি সত্বর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়- গত ২১ জানুয়ারি দুপুর ২টায় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ) কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন। এমন একটি ভিডিও ক্লিপ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এতে দেখা যায়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বেই তিনি নির্বাচনি প্রচারে অংশ নেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৯ ও ১৮ লঙ্ঘনের শামিল বলে অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন-“নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Related Articles

Back to top button