১৩০১ বোতল বিদেশি মদসহ, আটক ৩
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় ভর্তি ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৪।
শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।
শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব থেকে জানা গেছে, একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওইসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে ৩ জনকে আটক করেন।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




