মাদারগঞ্জ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ফাজিলপুর মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সকালে ফাজিলপুর এলাকার মো. আল-আমিনের বাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর অভিভাবক, বিশেষ করে মায়েরা অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, পরিচ্ছন্নতা, পুষ্টি ও নৈতিক শিক্ষা বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শিশুদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

উঠান বৈঠকে বিদ্যালয়ের শিক্ষকগণ ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত উঠান বৈঠক আয়োজনের দাবি জানান।

Related Articles

Back to top button