এম আর সাইফুল,মাদারগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।
প্রার্থীরা সবাই জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলা পুর গ্রামের বাসিন্দা। তারা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভ।
জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একই গ্রাম থেকে তিনজন প্রার্থী হওয়ায় এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তিন প্রার্থীই দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তাদের বাড়ি একই গ্রামে অবস্থিত এবং ভোট প্রদান করবেন একই ভোটকেন্দ্রে।
স্থানীয়দের মতে, একই গ্রামের তিনজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে।




