সারাদেশ

নদী থেকে বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল। নিহত শিশুর নাম আরিফ (৮)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার থেকে জানা যায়- বৃহস্পতিবার দুপুরে ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আরিফ নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

এ বিষয়ে আরিফের একজন স্বজন বলেন-“আরিফ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িটি নদীর তীরবর্তী হওয়ায় সে প্রায়ই নদীতে গোসল করতে যেতো। আরিফ বাক প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান বলেন- “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনা নদীতে নিখোঁজের সংবাদ পাই। শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর শিশু আরিফের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

Related Articles

Back to top button