জাতীয়

এবার ঢাকা দক্ষিণে মশক নিধন কর্মসূচি উদ্বোধনে ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘মাননীয় মেয়র’ পরিচয়ে সংবর্ধনা নেওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন এবার করপোরেশনের আওতাধীন এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন।

বুধবার ঢাকা দক্ষিণের কার্যালয় নগরভবনে বিক্ষোভের কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখার পর এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বেলা দুইটার দিকে নগরভবনের ভেতরে যেখানে ইশরাক সমর্থকরা বিক্ষোভ করছিলেন, সেখানে কর্মসূচির উদ্বোধনের সময় ইশরাক একটি ফগার মেশিন গায়ে বেঁধে নিজেও মশা মারার ওষুধ স্প্রে করেন।

এ সময় ইশরাকের সমর্থকরা উল্লাস করে তার পক্ষে স্লোগান দিতে থাকে।

এরপর বিএনপি নেতা যান নগরভবনের সামনের সড়কে। সেখানেও নালার মধ্যে তিনি কিছুক্ষণ স্প্রে করেন।
পরিণতি যাই হোক আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দিয়ে ইশরাক বলেন, “নগরবাসীর দুর্ভোগ যেন আর না বাড়ে, সেজন্য পদক্ষেপ নেব।

“আমরা গতকাল বিভিন্ন ওয়ার্ড সচিবদের সাথে একটা মতবিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম- মৃত্যু-নাগরিক সনদগুলো তারা জমা দেয়। এরপর আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে নিষ্পত্তি করে যাতে নাগরিকদের হাতে পৌঁছে দেয়।”

আন্দোলন শুরুর পর থেকে এক সেকেন্ডের জন্যও সিটি করপোরেশনের কোনো একটি জরুরি সেবা বন্ধ করা হয়নি দাবি করে তিনি বলেন, “উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো নিয়ে যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়।”

‘মূর্খ উপদেষ্টা’

মেয়র হিসেবে শপথ না পড়ানোয় স্থানীয় সরকার উপদেষ্টাকে কটাক্ষও করেন ইশরাক। তিনি বলেন, “উপদেষ্টা আসিফ শপথের বিষয়ে বারবার বলেছেন, এখানে আইনি জটিলতা রয়েছে, ‘সাবজুডিস ম্যাটার’ রয়েছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলব যে এই ধরনের ‘মূর্খ উপদেষ্টা’ বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে নাই।”

তিনি ফৌজদারি অপরাধ করেছেন বলে উপদেষ্টা আসিফ মাহমুদ যে অভিযোগ এনেছেন, তারও জবাব দেন বিএনপি নেতা।

তিনি বলেন, “যদি আমি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে?

“আমরা এখন ভয় পাই না। হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি।”
বিএনপি নেতার অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার গাড়িগুলোতে যাতে জ্বালানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছেন, যাতে তাদের ওপর দায় আসে। এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমেও নানা অপচেষ্টা চলছে।

“কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই।”

সকাল থেকে বিক্ষোভ

ঈদের ছুটি শেষে টানা চতুর্থ কর্মদিবসে ইশরাক সমর্থকদের বিক্ষোভে নগরভবনে কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

সমর্থকরা সেখানে আসেন সকাল ১০টার দিকেই, ইশরাক আসেন বেলা একটার দিকে। সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্য তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তুমুল সমালোচনা করেন।

২০২০ সালের ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত ইশরাক আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলার রায় তার পক্ষে পান। তবে নির্বাচনি ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিলেও তিনি মেয়র হতে পারেননি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দেশের সব সিটি করপোরেশন ভেঙে দিলেও মামলার রায় পক্ষে পেয়ে চট্টগ্রামের মেয়র হয়েছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। তবে ইশরাক তা পারেননি। তাকে শপথ পড়ানো হয়নি এবং এরই মধ্যে ২০২০ সালের ১ জুন আগের করপোরেশনের প্রথম সভার পর পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে।

এরপরেও ইশরাকের আন্দোলন চলছে এবং গত সোমবার নগর ভবনে ‘মাননীয় মেয়র’ পরিচয়ে কর্মকর্তাদের কাছ থেকে তিনি সংবর্ধনা নেন। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে পরের দিন তিনি বলেন, শপথ না নিয়ে তিনি মেয়র হবেন না।

Related Articles

Back to top button