বকশীগঞ্জ
বকশীগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে সাধুপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রাম হতে এক কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ডিবি।
গ্রেফতার আসামীরা হলেন- গাজীপুর জেলার পুবাইল থানার মৃত আকবর আলীর ছেলে মোঃ ফিরোজ (৩২) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামের ছেলে মোঃ শাহিন (৩২)।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন,
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।