জামালপুর

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী নিহত

হৃদয় আহমেদ, জামালপুর: জামালপুর শহরে ট্রেনের ধাক্কায় রবিন মিয়া নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে বাগেরহাটা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রবিন মিয়া জামালপুর শহরে বাগারহাটা গ্রামে সহীর আহম্মদের ছেলে। তিনি বাক ও শ্রবণ ওপ্রতিবন্ধী ছিলেন। গত এক মাস আগে বিয়ে করেছেন তিনি।

স্থানীয়রা জানায়, বাক ও শ্রবণ প্রতিবন্ধী রবিন মিয়া শহরে বটতলা ওই রেল ক্রসিং দিয়ে পারাপার হচ্ছিল। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার টু ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এবিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনটি হর্ণ বাজালেও কানে শুনতে না পাওয়াই লাইনের উপরেই থাকে রবিন মিয়া। পরে তাকে ট্রেনটি ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  নিহতের মরদেহ উদ্ধার করেছি এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Related Articles

Back to top button