সারাদেশ

বিদ্যুতের ভোগান্তি কমাতে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেম স্থাপন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইব্রিড সোলার সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর ২টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এই সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন থেকে রৌমারী সরকারি হাসপাতালে বিদ্যুৎ সমস্যা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা সাধারন মানুষও ডাক্তার-নার্সদের। রৌমারীতে প্রায় সময় বিদ্যুৎ না থাকার কারনে সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে নানা ধরণের ভোগান্তিতে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে ঝড়, বৃষ্টি, তুফান ও অকাল বন্যায় নিয়মিত ফসলহানিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছেনা রৌমারীবাসীর। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রৌমারী উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করা হয়। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পিউটার, ফ্যান ও ইসিজিসহ বিভিন্ন জরুরী সেবা নিরবচ্ছিন্ন ভাবে দেয়া যাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, রৌমারী আবাসিক মেডিকেল অফিসার নবীরুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংবাদ কর্মী প্রমুখ।

স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ ও শাহ আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা সেবায় বিঘœতা দেখা যেত, এখন স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই সোলার প্যানেলের কারনে পূর্বের দূর্ভোগ আর থাকবে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ বলেন, এই হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। বিশেষ করে রাতের জরুরি সেবা, প্রসূতি সেবা ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এটি বিদ্যুৎ সঙ্কটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমাবে। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট হলেও স্বাস্থ্যসেবা সচল থাকবে।

 

Related Articles

Back to top button