জামালপুরে কৃষি সম্প্রসারণ সেবার মানোন্নয়নে ইন্টারফেস সভা অনুষ্ঠিত
হৃদয় আহম্মেদ জামালপুর: জামালপুরে কৃষি সম্প্রসারণ সেবার মানোন্নয়নের লক্ষ্যে আজ জামালপুর শহরের সুইড বাংলাদেশ কার্যালয়ে একটি ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কণ্ঠ ও কর্মপরিকল্পনা ভিত্তিক এই সভার আয়োজন করে রানাগাছা ইউনিয়নের নাগরিক অংশগ্রহণ গ্রুপ। এতে সহযোগিতা করে জেসমিন প্রকল্প।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা, কিশোর-কিশোরী ও যুব সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমদাদুল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সরোয়ার পারভেজ ও নুসরাত জাহান রিপা, এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
সভায় মূলত কৃষকদের জন্য প্রদত্ত সম্প্রসারণ সেবার বর্তমান মান, সেবাদানকারী ও সেবাগ্রহীতার মধ্যকার সম্পর্ক উন্নয়ন, মাঠপর্যায়ে কৃষকের চাহিদার ভিত্তিতে সেবার মান বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্কোরকার্ড পদ্ধতির মাধ্যমে বর্তমান সেবার মান বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে একটি সুসংহত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাটি সঞ্চালনা করেন নাগরিক অংশগ্রহণ গ্রুপের সদস্য সায়মা আক্তার।
জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের আরও নিবিড়ভাবে সেবা দেওয়ার এবং নতুন কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিয়ে উৎপাদন বৃদ্ধির অঙ্গীকার করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় পরিচালিত জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এটি মূলত আগের একটি প্রকল্পের বর্ধিত অংশ।