মাদারগঞ্জ

মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক সোলাইমান মন্ডল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় লিখিত বক্তব্যে  সোলাইমান মন্ডল বলেন, তিনি একজন হতদরিদ্র কৃষক। তার আবাদযোগ্য জমির পরিমাণ মাত্র ২০ শতাংশ। সেই জমিতে বছরে একবার ধান চাষ করেই তার সংসার চলে। এছাড়া তার কোনো আয়-উপার্জনের মাধ্যম নেই। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

তিনি অভিযোগে করে বলেন, ফাজিলপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোহাম্মদ এনামুল হক ওরফে সুরুজ  ভাট্টি  উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আমি  তার কাছ থেকে পেঁয়াজের বীজ ক্রয় করে ১২ লাখ টাকা পরিশোধ করিনি। অথচ আমি কখনও ওই ব্যক্তির কাছ থেকে পেঁয়াজের বীজ কিনিনি, এমনকি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না।

সোলাইমান আরও বলেন, এই মিথ্যা মামলার কারণে তাকে জেল হাজতেও যেতে হয়েছে, যা তার এবং তার পরিবারের জন্য চরম ক্ষতি বয়ে এনেছে। বর্তমানে তিনি চরম মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদঘাটন করে তাকে এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং মিথ্যা মামলার নেপথ্যে থাকা ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Related Articles

Back to top button