বিনোদন

‘আমি কতটা রোমান্টিক, দর্শক বুঝতে পারছেন না’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নারী প্রধান সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে একজন গোয়েন্দা পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় তাকে।

মুক্তির আগে ও পরে সিনেমাটির প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন বাঁধন। কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনয়ের পাশাপাশি তিনি কথা বলেছেন তার ব্যক্তিজীবন নিয়ে।

এই অভিনেত্রী বলেন, ট্রমা ছাড়া সমাজে দু-চারটা মেয়েও পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে আমাদের সমাজের প্রায় সব মেয়েই পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন বা অন্যদের দ্বারা ট্রমায় পড়েছেন। আমিও তেমনই একজন, আমিও ট্রমায় ছিলাম।

যোগ করে বাঁধন বলেন, বাস্তব জীবনের ট্রমা এবার সিনেমার চরিত্র গঠনে কাজে লাগিয়েছি। শিল্পীজীবনের ক্রাইসিস আমাকে সমৃদ্ধ করেছে। সেগুলো দিয়ে রীনা চরিত্রটি অনুভব করতে সুবিধা হয়েছে।

পর্দায় নিজেকে ভিন্ন চরিত্রে দেখা চান বাঁধন। কারণ বেশির ভাগ দর্শক মনে করেন- বাঁধন প্রতিবাদী ও ভিন্ন ধরনের গল্পে অভিনয় করে থাকেন। আর এই ট্যাগ ভাঙতে চান তিনি।

বাঁধনের কথায়, নেগেটিভ চরিত্রে অভিনয় করার আমার খুব ইচ্ছা। আবার রোমান্টিক, হরর, অ্যাকশন- এসব গল্পও করতে চাই। আমি কতটা রোমান্টিক, এটা দর্শক বুঝতে পারছেন না। আমি কিন্তু অনেক রোমান্টিক। সেই গল্পও করব।

নতুন সিনেমার খবর জানান তিনি। বাঁধনকে এবার দেখা যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার চরিত্রে। ‘মাস্টার’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Related Articles

Back to top button