জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা-নেওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Back to top button