বকশীগঞ্জ

বকশীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা, স্বামী আটক

আম ভর্তা না করে দেয়ায় এই ঘটনা

ম‌তিন রহমান, বকশীগঞ্জ প্রতি‌নি‌ধি: জামালপুরের বকশীগঞ্জের  গরুহাটি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী লিজাকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ স্বামী মনু মিয়াকে (৩৫) আটক করেছে।

সোমবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- স্বামী মনু মিয়া তার স্ত্রী লিজার (২৫) কাছে আম ভর্তা খেতে চাইলে লিজা সে মুহূর্তে পারবেনা বলে জানান। এতে মনু মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে লিজাকে কোপাতে শুরু করেন। লিজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় লিজাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অভিযুক্ত স্বামী মনু মিয়া গরুহাটি এলাকার কালাম বার্বুচির ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান, খবর পাওয়ার পরপরই স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে অ‌ভি‌যোগ পে‌লে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে

Related Articles

Back to top button