প্রধান খবর

বাড়ির ছাদে গুলিতে রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা

নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের সময়ে শিশু রিয়া গোপ হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জেলার সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করে। মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই শুক্রবার আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করতে করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকলে গুলশান হলের সামনে নয়ামাটি এলাকায় দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে সাত বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ সময় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রিয়া গোপের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আন্দোলনে শিশু রিয়া গোপ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রিয়া গোপের পরিবারের সদস্যরা মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

Related Articles

Back to top button