জামালপুর জেলা দলিল লেখক সমিতির কমিটি গঠন
জামালপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হইলো। এতে আলহাজ্ব জাহিদুল হক সেলিমকে সভাপতি ও আব্দুল হাই জামালীকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া সাধারন সম্পাদক মো.আব্দুল হাই জামালী বলেন, ‘বাংলাদেশ দলিল লেখক সমিতি আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। আগামী দিনে দলিল লেখক সমিতিকে সুসংগঠিত করতে সবাই মিলে কাজ করব।’
নতুন এই দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ ও মহাসচিব কেএস হোসেন টমাসসহ দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন সভাপতি আলহাজ্ব মো.জাহিদুল হক সেলিম।