রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বহুতল ভবন নির্মানের দাবিতে মানববন্ধন

পরীক্ষা কেন্দ্র থাকলেও নেই পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার একমাত্র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে  বহুতল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বহুতল ভবন নির্মাণ, পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি ও পরীক্ষা কেন্দ্রে আধুনিকীকরণের দাবি জানানো হয় এ মানববন্ধনে ।

প্রতিষ্ঠার পর থেকেই সীমিত অবকাঠামো নিয়ে শিক্ষাদান করে আসছে রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানে বর্তমানে কয়েক শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পূর্বে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও তিন বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কারপ্রাপ্ত হলেও এখনও বহুতল ভবন নির্মাণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শ্রেণিকক্ষে সংকট, পর্যাপ্ত ল্যাবরেটরি ও পাঠদান উপযোগী পরিবেশের অভাবে শিক্ষার মান ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি রৌমারী উপজেলায় একমাত্র টেকনিক্যাল শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে একটি পরীক্ষাকেন্দ্র থাকলেও শিক্ষার্থীদের বসার জন্য নেই পর্যাপ্ত বেঞ্চ ও অবকাঠামোগত সুবিধা। এমনকি বর্ষাকালে পানি জমে যাওয়ায় ক্লাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।

শায়লা অন্তুু নামে এক শিক্ষার্থী বলেন-‘আমরা সকাল-বিকেল ক্লাস করতে পারি না শুধু শ্রেণিকক্ষের অভাবে। বৃষ্টি হলে ক্লাস হয় না। গরমে অতিষ্ঠ হয়ে পড়ি। ল্যাব ক্লাস তো অনেক সময় বাতিল হয়, যন্ত্রপাতি ও জায়গার সংকটে। বর্তমান সরকারের কাছে বহুতল ভবণ নির্মাণের দাবি জানাই।’

কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির বলেন, আমরা একসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। কিন্তু আজও এই প্রতিষ্ঠানে একটি বহুতল ভবনের অভাবে আমরা কাঙ্ক্ষিত পাঠদান নিশ্চিত করতে পারছি না। এতে শিক্ষার্থীদের মনোযোগে প্রভাব পড়ছে। বর্তমান সরকারের কাছে বহুতল বিশিষ্ট একাডেমিক ভবণ নির্মাণের দাবি জানাই।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জানান-রৌমারী একটি প্রত্যন্ত উপজেলা। এখানে শিক্ষার মান উন্নয়নে আধুনিক টেকনিক্যাল শিক্ষা অত্যন্ত জরুরি। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে তারা দ্রুত বহুতল ভবন নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।

এ সময় বক্তারা সরকারের প্রতি দ্রুত বহুতল ভবন নির্মাণ ও আধুনিক সুবিধা সম্পন্ন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও মানসম্পন্ন পরিবেশে পড়ালেখা চালিয়ে যেতে পারে। মানববন্ধনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এই প্রতিষ্ঠানটিতে পরীক্ষা কেন্দ্র থাকলেও নেই পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানিসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। ফলে প্রতি বছর পরীক্ষার সময় শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

Related Articles

Back to top button