মেলান্দহ

পরিবেশ রক্ষায় মেলান্দহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: “সবুজে বাঁচি, প্রকৃতিতে হাসি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে শতাধিক কৃষ্ণচুড়া ও দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।

সামাজিক সচেতনতা ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে মেলান্দহের তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ এর ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় মেলান্দহ উপজেলার মালঞ্চ বটতলা মোড়ে এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ, সমাজ ও মানবিক মূল্যবোধ—এই তিন মূল স্তম্ভকে কেন্দ্র করে গঠিত একটি পরিপূর্ণ বক্তব্য পরিলক্ষিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের মেলান্দহ শাখার সভাপতি আব্দুল হাকিম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ও পরিবেশপ্রেমী জালাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি সাংবাদিক শাহ জামাল।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—মাওলানা নূরুল ইসলাম – সাবেক ভাইস প্রিন্সিপাল, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা। উপজেলা প্রকৌশলী শুভাষীষ রায়, মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, কন্টেন্ট ক্রিয়েটর  হোসাইন।

বক্তারা তাদের বক্তব্যে গাছ লাগানোকে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর জোর দেওয়া হয়। তারা বলেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ নয়, সমাজকেও আলোকিত করে বলে জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, স্থানীয় জনসাধারণ ও সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে এক শতাধিক কৃষ্ণচুড়া, দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপন এবং বিভিন্ন জনের মাঝে বিতরণ করেন।

Related Articles

Back to top button