জামালপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আলোচনা সভা
মতিন রহমান: জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জামালপুর শহরের আমলাপাড়ায় অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়াও, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্য নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্বাচন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ও এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের মালিক অধ্যাপক হারুনুর রশিদ। সভার কার্যক্রম সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লি.-এর ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী।
এসময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. কাজী তারিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. এম আর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. রুজুল আমীন মিজান ও মো. আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মো. কামরুল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আতিকুর রহমান হামিদী, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম বিদ্যুৎ, আপ্যায়ন সম্পাদক মো. রেজাউল করিম রেজা।
এছাড়াও, উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির আর্থিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সদস্যরা ঐক্যবদ্ধভাবে সমিতির লক্ষ্য অর্জনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।