জামালপুর

জামালপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আলোচনা সভা 

মতিন রহমান: জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জামালপুর শহরের আমলাপাড়ায় অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়াও, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্য নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্বাচন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ও এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের মালিক অধ্যাপক হারুনুর রশিদ। সভার কার্যক্রম সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লি.-এর ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী।

এসময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. কাজী তারিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. এম আর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. রুজুল আমীন মিজান ও মো. আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মো. কামরুল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আতিকুর রহমান হামিদী, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম বিদ্যুৎ, আপ্যায়ন সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

এছাড়াও, উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির আর্থিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সদস্যরা ঐক্যবদ্ধভাবে সমিতির লক্ষ্য অর্জনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button