প্রধান খবর

গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এখনও গোটা জেলায় বিরাজ করছে থমথমে অবস্থা। বাড়ছে আতঙ্ক। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দেখা যায়, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু-একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি।

বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় পৃথক তিনটি মামালা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তিন মামলায় প্রায় আড়াই হাজারের অধিক লোককে আসামি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে শহরে দোকানপাট তেমন খোলেনি। এ ছাড়া লোকজনেরও তেমন কোনও আনাগোনা নেই বললেই চলে। জনমনে রয়েছে গ্রেফতার আতঙ্ক।

গোপালগঞ্জ সদর থানার সামনে দেখা গেছে গ্রেফতরকৃতদের স্বজনদের ভিড়। কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা যায়নি।

উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন। গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার সমাবেশ শেষে এনসিপির নেতাদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Related Articles

Back to top button