জামালপুরে তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসঙ্গীত
শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবদে মানববন্ধন ও প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরে তমালতলা মোড়ে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই মানববন্ধন ও প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জেলা জাসাস এর সভাপতি রিজবি আল জামালি রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির উপদেষ্টা জিল্লু রহমান , শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমীন আকন্দ কাউসার, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক শেমা আক্তারসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন-‘যারা এখন বিএনপি কে নিয়ে কথা বলেন তাদের কাউকে ১৬ বছর আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তাই তাদের মুখে বিএনপি কে নিয়ে কথা মানায় না। গত ১৬ বছর বিএনপি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন কারণে ২০২৪ এ গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। দেশের মানুষ এখন ভোট দিয়ে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসাতে চাই। তাই বর্তমানে দেশের স্বার্থে জনগনের স্বার্থে মানুষের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার স্বার্থে দেশে অতি দ্রুত নির্বাচন দরকার।’
পরে জাসাস এর শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করে।