সারাদেশ

জুলাই আগস্টের শহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদল জেলা বিএনপরি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা।

পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের সঞ্চালনায় এই মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ সহ ইউনিয়ন পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু বলেন, অনেকেই জুলাই আগস্টের দাবিদার হিসেবে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে। তারা আজ পযর্ন্ত ৫ আগস্টের পর কোন প্রোগ্রামের ডাক দিতে দেখি নি। কোন গুপ্ত সংগঠন আজ পযর্ন্ত কোন মিলাদ মাহফিলের বা শহীদদের স্বরণে স্বরণ সভা করতে দেখিনি।

তিনি আরো বলেন, আজ পযর্ন্ত এই শহীদ বা আহতদের নিয়ে কথা বলতে দেখিনি। আজ আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এই জায়গায় অধিকাংশ ছাত্রদলের নেতাক্রমী ছিলেন। সারা বাংলাদেশে ১৪২ জনের মত ছাত্রনেতা শহীদ হয়েছে এবং অসংখ ছাত্রনেতা আহত হয়েছে।

Related Articles

Back to top button