সিরাজগঞ্জে ‘ডিজিটাল আসক্তি প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার
বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ডক্টর মোক্তার হোসেন মাল্টিপারপাস হলে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০ টায় উপজেলার ডিএম মাল্টিপারপাস হলে “ডিজিটাল আসক্তি: প্রতিরোধে সচেতনতা, দায়িত্ব ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের আয়োজন করে ডিজিটাল সিকিউরিটি সোসাইটি।
সেমিনারে মূলত কিশোর-কিশোরীদের মধ্যে বেড়ে ওঠা অতিরিক্ত মোবাইল ফোন ও ইন্টারনেট নির্ভরতা, অনলাইনে ক্ষতিকর কনটেন্টের প্রভাব এবং সাইবার জগতের নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
“শিশুদের ডিভাইস আসক্তি: প্রতিকার ও প্রতিরোধ” শীর্ষক এই আলোচনায় বিশিষ্ট আইটি লেখক ও ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ জনাব মাহবুবুর রহমান মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিজিটাল ভারসাম্য ফিরিয়ে আনার কৌশলগুলো বিশদভাবে তুলে ধরেন। ডিভাইস আসক্তির প্রভাব বিশ্লেষণ মাহবুবুর রহমান শিশুদের মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের অত্যধিক ব্যবহারে মনোযোগের ঘাটতি, শারীরিক নিষক্রিয়তা এবং সামাজিক সম্পর্কের অবনতির মতো ঝুঁকিগুলো চিহ্নিত করেন। তিনি উল্লেখ করেন, স্কুলপড়া ও বাস্তব জীবনের কার্যকলাপে অনীহার পেছনে ডিভাইসের প্রতি অতিনির্ভরতা একটি বড় কারণ।
সেমিনারে বক্তারা বলেন-`শিক্ষার্থী ও তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক এবং সমাজের দায়িত্বশীল সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।’
উপস্থিত বক্তারা আরও বলেন-`প্রযুক্তি ব্যবহার অবশ্যই প্রয়োজন, তবে তা যেন নিয়ন্ত্রিত এবং ইতিবাচক উদ্দেশ্যে হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল সিকিউরিটি সোসাইটির স্থানীয় সমন্বয়ক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধি।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলা গুলোতেও এ ধরণের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। তাড়াশে অনুষ্ঠিত ডিজিটাল আসক্তি প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।